দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন | আর যেখানে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| দলনেত্রীর নির্বাচনের কথা ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল | আজ ভবানীপুরে দলনেত্রীর হয়ে দেওয়াল লিখন করছিলেন বিধায়ক মদন মিত্র |একতারা বাজিয়ে সুর তুললেন- দেখা গেল, সাদা-নীল পাঞ্জাবি পরা মদন মিত্র একতারা বাজিয়ে নিজেই গান ধরলেন- ”তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না |” সঙ্গে গলা মেলালেন তাঁর অনুগামীরাও |
ভবানীপুরে মমতার হয়ে প্রচারের জন্য তৃণমূলের নতুন স্লোগান– ‘উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে’ | আর মদন মিত্রর গানেও যেন সেই সুরই প্রতিফলিত হল| যা মূলত ভবানীপুরে ‘ঘরের মেয়ে’র হয়ে প্রচারেরই কথা | তুলিতে সবুজ রং লাগিয়ে তিনি দেওয়ালে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | আর তখনই সেই জায়গায় আচমকাই হাজির খোদ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়| তৃণমূল কর্মীদের নিয়ে প্রচার করছিলেন মদন মিত্র | তখনই সেই জায়গা দিয়ে নিজের বাড়ির দিকে যাওয়ার সময় আচমকা গাড়ি থামিয়ে পরিস্থিতি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় | কর্মীদের জানান,ভালোভাবে সাবধানতার সঙ্গে কাজ করতে | বেশি রোদে না ঘুরে ও ভিড় না করে ধীরে ধীরে প্রচার করতে | এদিন দেওয়াল লেখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যথেষ্ট আপ্লুত মদন মিত্র | উৎসাহ ও উদ্দীপনা বেড়েছে এলাকার তৃণমূল কর্মীদের | এই প্রসঙ্গে মদন মিত্র জানিয়েছেন, ‘আমার কাজ সার্থক|’ আজই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর | কিন্তু ভোট ঘোষণা হওয়ায় কোনও সরকারি কাজে আর অংশগ্রহণ করতে চাননি তিনি |