নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ছুটির দিন ফের কিছুটা বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণ | একই সঙ্গে ঊর্ধ্বমুখী মৃত্যু সংখ্যাও | একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ৭০৭ জন | সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ |শুক্রবারই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছিল। শনিবার তা আরও বেড়ে যায়। রবিবারও বজায় থাকল ঊর্দ্ধমুখী গ্রাফ| স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ হাজার ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে | তার মধ্যে ৭০৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে | এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৫২ হাজার ৭১ | দৈনিক সংক্রমণের পাশাপাশি সামান্য বাড়ল মৃত্যু সংখ্যাও | স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে নতুন করে ঢলে পড়েছেন ১১ জন |এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৫০২ জন | মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়েছেন ৭২৩ জন | মোট সুস্থ হলেন ১৫ লক্ষ ২৪ হাজার ৯১৭ জন | সুস্থতার হার বেড়ে হল ৯৮ দশমিক ২৫ শতাংশে | একদিনে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ২৭ | যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৫২ |
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে | নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭০৭ জন| অন্যান্য জেলায় সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগণা | ওই দুই জেলায় দৈনিক সংক্রমণের সংখ্যা যথাক্রমে ১২৮ ও ১১৯ | কলকাতায় একজনের মৃত্যু হলেও উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ৩ | অন্যদিকে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে নদিয়ায় | ওই জেলাতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন | উল্লেখযোগ্যভাবে ৫৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন হুগলিতে |