Breaking News

ফের ধস নামল কালিম্পংয়ে, সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন!ঘূর্ণাবর্তের জোড়া দাপটে উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি

দেবরীনা মণ্ডল সাহা :- ঘূর্ণাবর্তের জোড়া দাপটে উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি | কালিম্পংয়ে নামল ধস | ধস নামার জেরে কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে | আপাতত পূর্ত দফতরের কর্মীদের তৎপরতায় চলছে রাস্তা পরিষ্কারের কাজ | নাগাড়ে বৃষ্টির জেরে সোমবার ফের কালিম্পঙে ধস নামল | তাও আবার মাত্র তিনদিনের মাথায় | কয়েকদিন ধরে উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টি হচ্ছে | আজ সকালে ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে | আর তাতেই কালিম্পং–সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে | যদিও রাস্তা পরিষ্কারের কাজ দ্রুত শুরু করেছে পূর্ত দফতর | এই ধসের ফলে আতঙ্ক তৈরি হয় | এর আগে শুক্রবার কালিম্পংয়ে ধস নেমেছিল | তার জেরে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধের | আবহাওয়াবিদদের কথায়, দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা | ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে | যার জেরে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প | আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
নিম্মচাপের জেরে অতিভারী থেকে ভারী বৃষ্টিপাত চলবে উপকূলবর্তী ৩ জেলায় | উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা,পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে| মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে | ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর হাওড়া, হুগলি এবং নদিয়াতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি | মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের | পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *