প্রসেনজিৎ ধর, কলকাতা :- জল্পনা ছিলই | সেটাই সত্যি হল সোমবার | প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্য মৃত্যুর তদন্তে আজ ভবানী ভবনে জেরার জন্য ডাকা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে | কিন্তু দিনভর টানা কর্মসূচী থাকায় আজ ভবানী ভবনে যেতে পারবেন না বলে সিআইডিকে ই-মেল মারফত জানিয়েছেন শুভেন্দু অধিকারী | আর এই ঘটনায় তৎপর রাজ্যের গোয়েন্দারা | সিআইডি সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি একটি প্রশ্ন তালিকাও তৈরি করে রেখেছিল | সকালেই ভবানী ভবনে পৌঁছে যান সিআইডি-র বিশেষ তদন্তকারী দলের সদস্যরা | তবে ১০টা নাগাদ ই-মেল পাঠিয়ে সিআইডি দফতরে যেতে পারছেন না বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী | তাঁর এই চিঠি পেয়ে সিআইডি আধিকারিকরা জরুরি ভিত্তিতে একটি বৈঠকে বসেছেন বলে সূত্রের খবর | শুভেন্দুকে নতুন করে সমন পাঠানো হবে নাকি অন্য কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে- সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে | ওয়াকিবহাল মহলের মতে, নতুন করেই ফের সমন পাঠানো হতে পারে শুভেন্দু অধিকারীকে | তারপরও যদি তিনি হাজিরা এড়ান, সেক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নিতে পারে সিআইডি | প্রসঙ্গত, ২০১৮ সালে শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জের বাড়ির বাইরে পুলিশ ব্যারাকে আচমকাই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তাঁর নিরাপত্তারক্ষী | যদিও তখন তৃণমূলে ছিলেন শুভেন্দু | তাঁর নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়নি | অবশেষে প্রাক্তন নিরাপত্তারক্ষীর শুভব্রত চক্রবর্তীর স্ত্রীয়ের মামলার ভিত্তিতে রহস্যমৃত্যুর তদন্ত শুরু করে সিআইডি | পুলিশ ব্যারাক থেকে শুরু করে কাঁথি থানা কিংবা শুভব্রত’র সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির বিশেষ দল | জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুভব্রত চক্রবর্তীর স্ত্রীকেও | এরপর শুভেন্দুর গাড়ির চালক ও খোদ বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডি তৎপরতা শুরু করে |