Breaking News

ফের মাওবাদী লেখা পোস্টার পুরুলিয়ায়, মহকুমাশাসক ও আইসিকে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার!

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- ‘সাবধান | যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছিস তাতে তুই আমাদের আদালতে অপরাধী | মৃত্যুর জন্য তৈরি হবি |’ নীচে লেখা সিপিআই(মাওবাদী)| এভাবে প্রশাসনের পদস্থ আধিকারিকদের নিশানা করে পোস্টার| তবে শুধু মহকুমা শাসক নন, বরাবাজারের আইসি, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে নিশানা করেও একের পর এক পোস্টার | লাল কালিতে বাংলায় লেখা অন্তত ৭টি পোস্টার উদ্ধার হয়েছে পুরুলিয়ার বরাবাজার এলাকা থেকে | সোমবার সকালে মাওবাদী লেখা এতগুলি পোস্টার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় | এদিন সকালে, বরাবাজার থানা এলাকার শুকুরহুটু, উলদা মোড়, তিলাইডি, বানজোড়া, মানপুর, সিন্দরি ও চন্দনপুর গ্রামে বেশ কিছু এই ধরনের পোস্টার এলাকার মানুষ বিভিন্ন বাড়ির দেওয়ালে লাগানো অবস্থায় লক্ষ্য করেন | খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পোস্টারগুলি উদ্ধার করে | ‘মাওবাদী’ নামাঙ্কিত এই পোস্টারে কেন্দ্র ও রাজ্য সরকারেরও সমালোচনা করা হয়েছে | কড়া ভাষায় হুমকি দেওয়া হয়েছে | পাশাপাশি, মানবাজারের মহকুমাশাসক শুভজিৎ বসু, বরাবাজারের আইসি সৌগত ঘোষকে নিশানা করে সতর্ক করেছে | মানবাজারের মহকুমাশাসককে হুমকি দিয়ে জনতার আদালতে ‘অপরাধী’ করা হয়েছে |
মৃত্যুর জন্য তৈরি থাকার হুমকি দিয়ে কথাবার্তা লেখা আছে পোস্টারে | পাশাপাশি বিএলআরও অর্থাৎ ভূমি সংস্কার দফতরের আধিকারিককেও হুঁশিয়ার করা হয়েছে| জেলা প্রশাসনের এই স্তরের আধিকারিককে এভাবে অপরাধী সাব্যস্ত এবং মৃত্যুর জন্য হুমকি দিয়ে ‘মাওবাদী’ নামাঙ্কিত পোস্টার পুরুলিয়ার জঙ্গলমহলে কার্যত নজিরবিহীন | তবে পুলিশ বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না | তাঁরা রীতিমত গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত শুরু করেছে | এই বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগনের বক্তব্য, ‘তদন্ত শুরু হয়েছে| মনে হচ্ছে, এগুলো কোনওটাই আসল পোস্টার নয় | কেউ বা কারা মাওবাদীদের নাম করে এসব পোস্টার দিয়েছে|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *