Breaking News

একই দিনে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এবং শুভেন্দু অধিকারী, বাড়ছে জল্পনা!

দেবরীনা মণ্ডল সাহা :- আজ সন্ধ্যায় ঝটিকা সফরে নয়াদিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী | ঠিক তার আগেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জাগদীপ ধনখড় বলে সূত্রের খবর | সুতরাং নয়াদিল্লিতে হাইভোল্টেজ বৈঠক বসতে চলেছে বলে সূত্রের খবর| এমনকী সেই বৈঠকে রাজ্যপাল-বিরোধী দলনেতা উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর |দলীয় সূত্রে খবর, ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী | আবার সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি | নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন ঘোষণার পরই তিনি সরব হয়েছিলেন | তিনি প্রশ্ন করেছিলেন, ‘‌নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে দেশের মধ্যে কেন শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হল |’ এই নয়াদিল্লি সফর পূর্ব–নির্ধারিত নয় বলে জানা যাচ্ছে | এমনকী তাঁদের কেউ জরুরি তলব করেছেন এমন কোনও দাবি তাঁরাও করেননি | তাহলে তড়িঘড়ি নয়াদিল্লি সফরের সিদ্ধান্ত কেন?‌ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতেই এই সফর | তাই শলা-পরামর্শ করতেই এই জরুরি সফর | সবমিলিয়ে বাংলার রাজনৈতিক মহল এদিন তাঁকিয়ে আছে রাজ্যপালের দিল্লি যাত্রার দিকেই | পিএসি চেয়ারম্যান ইস্যুতে রাজ্যের সঙ্গে ইতিমধ্যেই সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল | বিধানসভার অধ্যক্ষকে তিনি চিঠি দিয়েছিলেন | যার পাল্টা জবাব দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ও | তবে আচমকা একইদিনে রাজ্যপাল এবং অন্যদিকে বিরোধী দলনেতার দিল্লি সফর ঘিরে বাড়ছে নানা রকম জল্পনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *