নিজস্ব সংবাদদাতা :- রাস্তার ধারে পরে থাকা অবস্থায় উদ্ধার হল দু বান্ডিল স্বাস্থ্যসাথী কার্ড। ঝারখণ্ডের পাকুর থেকে আসার পথে শমসেরগঞ্জের চাঁদপুরে পুঁটিমারি সংলগ্ন এলাকায় রাস্তার ধারে দুটি বান্ডিল পরে থাকতে দেখেন সামসেরগঞ্জের বাসিন্দা দুই যুবক ইয়ারুল সেখ ও আনিকুল সেখ। তৎক্ষণাৎ সেই কার্ড উদ্ধার করে তারা স্থানীয় বাসিন্দাদের ওই ঘটনার কথা জানান এবং তাদের মাধ্যমে শমসেরগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে গিয়ে বিডিওর হাতে ওই সাস্থ্যসাথী কার্ডের বান্ডিল তুলে দেন।

জানা গিয়েছে, দুটি বাণ্ডিলে প্রায় ১০০০ পিস কার্ড রয়েছে। সূত্রের খবর, সাস্থ্যসাথি কার্ডের বান্ডিল দোগাছি গ্রাম পঞ্চায়েতের এক কর্মীর হাতে তুলে দেন বিডিও। যদিও এই বিষয়ে কোন প্রতিক্রিয়া জানাননি সামসেরগঞ্জের বিডিও কৃষ্ণ চন্দ্র মুণ্ডা।
Hindustan TV Bangla Bengali News Portal