নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরার সময় বাজ পড়ে আহত হলেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মহুলি গ্রামের চারজন | আহতরা হলেন মানু হাঁসদা, সোমবারী মুর্মু, সারথী হেমব্রম |জানা গেছে,সোমবার মহুলি গ্রামের কয়েকজন মহিলা বাড়ির জ্বালানীর প্রয়োজনে স্থানীয় পাটাশিমুল জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন | কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হতেই পাশের লোধা পাড়ায় একটি বাড়িতে আশ্রয় নেয় | সেই সময় হঠাৎই ওখানে বাজ পড়ে একসঙ্গে চারজন আহত হন |
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় | তবে বাকি তিনজনের চিকিৎসা চলছে তপসিয়া হাসপাতালে | তবে দিনের পর দিন জঙ্গল মহল এলাকায় যেভাবে বজ্রপাতের ঘটনা ঘটছে তাতে চিন্তিত গরীব সাধারণ মানুষ |