তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- ২০২১ এ বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম স্টেশনে নীলাচল এক্সপ্রেস ,পুরুষোত্তম এক্সপ্রেস, গীতাঞ্জলী এক্সপ্রেস ট্রেন এর স্টপেজ দেয় রেল কর্তৃপক্ষ | বিধানসভা নির্বাচনের পর গত ১৬ ই আগস্ট থেকে ওই তিনটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ঝাড়গ্রাম স্টেশন থেকে তুলে নেয় রেল কর্তৃপক্ষ | যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম এর সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ | তাই ২০ আগস্ট থেকে ‘আমরা ঝাড়গ্রামবাসীর’ ব্যানারে একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ওই তিনটি এক্সপ্রেস ট্রেন স্টপেজ দেওয়ার দাবিতে,স্টিল এক্সপ্রেস চলাচল করার দাবিতে এবং ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন কদমকানন এলাকায় আন্ডারপাস তৈরির দাবিতে রিলে অনশন শুরু করেন | তারপরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ | অনশনকারীদের সাথে দেখা করতে আসেন রেলের আধিকারিকরা | পরিদর্শনের পর রেলের দক্ষিণ পূর্ব শাখার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে ৭ তারিখ অর্থাৎ আজ থেকে স্টিল এক্সপ্রেস চালু এবং ঝাড়গ্রামে স্টপেজর নির্দেশিকা দেওয়া হয়| সেইমতো আজ সকালে ঝাড়গ্রামে স্টিল এক্সপ্রেস এসে দাঁড়ায় এবং ঝাড়গ্রাম থেকে হাওড়া র উদ্দেশে রওনা দেয় |
মঙ্গলবার রেল কর্তৃপক্ষের কথা মতো স্টিল এক্সপ্রেস চালু হওয়ায় ‘আমরা ঝাড়গ্রামবাসীর ‘ সদস্যরা রেল কর্তৃপক্ষে ধন্যবাদ জানায় এবং তারা তাদের রিলেশন অনশন স্থগিত করেন |
Hindustan TV Bangla Bengali News Portal