Breaking News

গুরুতর অসুস্থ সাধন পাণ্ডে, তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে মুম্বই!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্নায়ু রোগে গুরুতর অসুস্থ মন্ত্রী সাধন পাণ্ডে কাল তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়ার সম্ভাবনা | এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হতে পারে | আপাতত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন তিনি | স্নায়ুরোগের চিকিৎসার জন্য বুধবার মুম্বই নিয়ে যাওয়া হবে মন্ত্রী সাধন পান্ডেকে | মঙ্গলবার বেসরকারি হাসপাতাল সূত্রে এমনই খবর মিলেছে| বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে দীর্ঘদিন বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি সাধনবাবু | প্রায় একমাসের বেশি হয়ে গেল রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে অসুস্থ | হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্নায়ুরোগের চিকিৎসায় আশানুরুপ সাড়া দিচ্ছেন না সাধনবাবু | তাই তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা | প্রাথমিকভাবে মঙ্গলবারই তাঁকে স্থানান্তরের পরিকল্পনা ছিল | কিন্তু পরে জানানো হয়, বুধবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই নিয়ে যাওয়া হবে তাঁকে | গত ২১ এপ্রিল করোনার টিকা নিয়েছিলেন সাধন পাণ্ডে | এরপরই প্রবল স্বাসকষ্ট শুরু হয় তাঁর | সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল| কিন্তু প্রাথমিক চিকিৎসার পর বাড়িও ফিরে আসেন তৎকালীন ক্রেতাসুরক্ষা মন্ত্রী | এরপর মাস তিনেক ঠিকই ছিলেন তিনি | গত ১৬ জুলাই রাতে ফের অসুস্থ হয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাধনবাবু | পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন ফুসফুসে সংক্রমণ হয়েছে তাঁর| মাঝখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছিল তাঁকে | তিন সপ্তাহ ভেন্টিলেশনে চিকিৎসাধীন থাকার পরে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছিল মন্ত্রী সাধন পাণ্ডেকে | জানা যাচ্ছে, স্নায়ুরোগে ভুগছেন তিনি | তাই মুম্বইের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| সম্প্রতি তাঁর হাতে থাকা ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে | ফলে সাধন পাণ্ডে এখন দফতরহীন মন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *