Breaking News

রমরমিয়ে বেআইনি রান্নার গ্যাসের ব্যবসা!বারুইপুরে গ্রেফতার ২অবৈধ গ্যাস ব্যবসায়ী,উদ্ধার ১৪ টি গ্যাস সিলিন্ডার

অর্পণ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগণা :-আবার পুলিশের তৎপরতায় চোরাই রান্নার গ্যাসের চক্রের পর্দা ফাঁস হলোষ বারুইপুরে | উদ্ধার হয়েছে ১৪ টি রান্নার গ্যাসের সিলিন্ডার | এই ঘটনায় বারুইপুরে গ্রেফতার করা হয় ২ জনকে | দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম‌ | সংসার চালাতে গিয়ে নাভিশ্বাস হয়ে ওঠার অবস্থা সাধারণ মানুষের | অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে তখন গ্যাসের দাম কমছে মধ্যবিত্তের হেঁসেলে | তারই মধ্যে বারুইপুরে উদ্ধার হল ১৪ টি রান্নার গ্যাসের সিলিন্ডার | বেআইনি গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামে বারুইপুর থানার পুলিশ | অবৈধভাবে ডোমেস্টিক রান্নার গ্যাস অটোতে ভরার অভিযোগে গ্রেফতার ২ অবৈধ ব্যবসায়ী, পলাতক ১ |
বারুইপুর চামপাহাটি চিনের মোড় থেকে অলক নস্কর ও কুমোর হাট এলাকা থেকে রুস্তম গাজী নামে দুই অবৈধ গ্যাস ব্যবসায়ীকে গ্রেফতার করা করে বারুইপুর থানার পুলিশ | সূর্যপুর কেয়াতলাতে পুলিশকে দেখে শাহজাহান খান নামে এক অবৈধ গ্যাস ব্যবসায়ী পালিয়ে যায় বলে খবর | উদ্ধার হয়েছে মোট ১৪ টি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার | যার মধ্যে পাঁচটি ভর্তি সিলিন্ডার ছিল | এছাড়াও উদ্ধার তিনটি ওয়েট মাপার মেশিন ও অটোতে গ্যাস রিফিল করার তিনটি যন্ত্র | পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে এই অভিযান |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *