দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আবারও সিবিআইয়ের তলব পেলেন পার্থ চট্টোপাধ্যায় | আগামী ১৩ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কার্যালইয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর | আইকোর মামলাতেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে | এর আগেও দুইবার তাঁকে তলব করেছে সিবিআই | কিন্তু তিনি সেই সময় হাজিরা দেননি | শেষবার হাজিরা এড়িয়েছিলেন ভোট প্রচারে ব্যস্ত আছেন এই কারন দেখিয়ে| এবারে দেখবার বিষয় আগামী ১৩ তারিখ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কী না | অর্থলগ্নিকারী সংস্থা আইকোরের বিরুদ্ধে বাজার থেকে ৭ হাজার কোটি টাকা তোলার অভিযোগে তদন্ত করছে সিবিআই | সেই আইকোরের একাধিক অনুষ্ঠানে পার্থবাবুকে থাকতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে আইকোরের কী সম্পর্ক, আইকোর কে নিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে কেন ভালো ভালো কথা বলেছিলেন, তাঁর সঙ্গে আইকোরের কোনওরকমের আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেই সব বিষয়েই জানতেই সিবিআই তাঁর সঙ্গে কথা বলতে চাইছে বলে জানা গিয়েছে | এর আগে যখন পার্থবাবুকে দুইবার সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হয় তখন তিনি নিজেই জানিয়েছিলেন, ভোটের কাজে ব্যস্ত আছেন বলে তিনি হাজিরা দিতে পারছেন না | তাই ভোট মিটলে তিনি হাজিরা দেবেন | এখন ভোটের কাজ মিটতেই সিবিআই ফের তাঁকে তলব করেছে | আগে ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার কর্তা অনুকূল মাইতিকে জেরা করে নানা তথ্য পেয়েছিলেন সিবিআই আধিকারিকরা| প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরার জন্য নোটিশ পাঠানো হয় | পরে ওড়িশার জেলেই অনুকূল মাইতির মৃত্যু হয় | তাতে তদন্তের গতি খানিকটা শ্লথ হয়ে পড়ে |
Hindustan TV Bangla Bengali News Portal