প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পর্যবেক্ষক নিযুক্ত হলেন সাংসদ অর্জুন সিং | বুধবার দলের তরফে জানানো হয়েছে, এই কাজে অর্জুনকে সাহায্য করবেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং | বিজেপি সূত্রের খবর, আজই দিল্লি থেকে ঘোষণা হতে পারে ভবানীপুর কেন্দ্রের প্রার্থীর নাম | মঙ্গলবার ভবনীপুরের প্রার্থী নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি | সেখানে প্রার্থীর নাম ঠিক না হলেও ঠিক হয়েছে এই নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং | তাঁকে সাহায্য করবেন জ্যোতির্ময় সিং মাহাতো ও সঞ্জয় সিং | এছাড়া ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত ৮ ওয়ার্ডের জন্য এক একজন বিধায়ককে পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি | অর্জুনের নেতৃত্বে কাজ করবে তারা | পাশাপাশি ভবানীপুর কেন্দ্রের আটটি ওয়ার্ড পর্যবেক্ষণে রাখবেন একজন করে বিজেপি বিধায়ক | তাঁদেই মাথায় থাকবেন দুই সাংসদ | তবে প্রার্থী ঘোষণার আগেই পর্যবেক্ষক বেছে নেওয়ায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে | এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেন, “অর্জুন সিংয়ের শান্ত ভাবমূর্তি তো সকলেরই জানা | এত শান্তিপ্রিয় মানুষ তিনি! ভবানীপুরে কী করেন, দেখা যাবে |” মঙ্গলবারই জানা গিয়েছিল, ৬ জনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে | তাঁদের মধ্যেই একটি নামে সিলমোহর দেওয়ার কথা ছিল শীর্ষ নেতৃত্বর | সেই তালিকায় রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, তথাগত রায়, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল,প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিশ্বজিৎ সরকার | সম্ভবত আজই ঘোষণা হবে প্রার্থীর নাম এমনটাই বিজেপি সূত্রে খবর |