দেবরীনা মণ্ডল সাহা :-জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে এবার পুরুষদের পাশাপাশি ভর্তি হতে পারবেন মহিলারাও | বুধবার সুপ্রিমকোর্টে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তা জানানো হয় | মহিলারা কেন এনডিএ (জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি)তে ভর্তির পরিক্ষায় বসতে পারবেন না এই বিষয়ে উত্তর চেয়ে একটি মামলা করা হয়েছিল দিন কয়েক আগে | এই মামলায় রায় দেওয়ার সময়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে চূড়ান্তভাবে ভৎসনা করে | মহিলাদের অধিকারের উপর কেন হস্তক্ষেপ করা হচ্ছে সে বিষয়েও সোজা উত্তর চাওয়া হয় কেন্দ্রের থেকে | অবশেষে কার্যত চাপের মুখে পড়ে এদিন সিদ্ধান্ত জানায় কেন্দ্র | এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট মহিলাদের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে প্রবেশ করার অনুমতি দিয়েছে | সেই রায়ের ওপর ভিত্তি করেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে | আগামী বছর থেকেই মহিলাদের জন্য এন ডিএতে ভর্তির জন্য আলাদা করে প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করবে কেন্দ্র| বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছেন,’আমি একটা দুর্দান্ত সুসংবাদ দিতে চাই | কেন্দ্র এবং তিন সেনার প্রধানরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়েরা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমির মাধ্যমে সেনায় স্থায়ী কমিশন পারবে |‘ যদিও এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও গাইডলাইন তৈরির জন্য কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছ থেকে সময় চাইলে বিচারপতিরা সেই বিষয়ে সম্মতি জানিয়ে কেন্দ্রকে ১০ দিন সময় দিয়েছে | প্রসঙ্গত, এর আগে কোনও মেয়েরই এনডিএতে ভর্তির অনুমতি ছিল না | এমনকি তারা এনডিএতে ভর্তি নেওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা হয় তাতেও মহিলারা বসতে পারতেন না | মহিলাদের কেন অনুমতি দেওয়া হচ্ছে না সেই বিষয়ে সদুত্তর জানতে চেয়ে গত মাসেই ৭২ জন মহিলা সুপ্রিম কোর্টে একটি পিটিশন জমা দেন | সেই মামলার শুনানিতেই সর্বতম আদালত চূড়ান্ত ভৎসনা করে কেন্দ্রকে | তারপরেই আজ এই যুগান্তকারী ঘোষণা করা হল | এর ফলে ভারতীয় সেনায় মহিলাদের যোগদান প্রক্রিয়া আরও সহজ হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল |