প্রসেনজিৎ ধর, কলকাতা :- মাত্র চার মাসেই রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা ৭৭ থেকে কমে হয়েছে ৭১, এর মধ্যেই এল চাঞ্চল্যকর খবর | এবার একসঙ্গে পশ্চিমবঙ্গের ৬১ জন বিজেপি বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলে সূত্রের খবর | জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর মতো প্রথমসারির দশ জন নেতা ও বিধায়কদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকবে | সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে, ছোট-বড় বহু বিজেপি নেতাই কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন | ভোটের পর সরকারিভাবে জানা যায়, মোট ৬৬ জন বিজেপি বিধায়ক কেন্দ্রের নিরাপত্তা পাচ্ছিলেন| এদের মধ্যে ৬১ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল |
সূত্রের খবর, ইতিমধ্যেই এই মর্মে রাজ্য সরকারের কাছে একটি চিঠি পাঠিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক | কেন্দ্রের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার রাজ্য সরকারই যেন এই বিধায়কদের নিরাপত্তার ব্যবস্থা করে | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন | তাই ওই সমস্ত রাজ্যের বিজেপি নেতাদের নিরাপত্তা জোরদার করতে প্রচুর বাহিনী লাগবে | সেই কারণেই পশ্চিমবঙ্গের বিধায়কদের নিরাপত্তা প্রত্যাহার করা হল ধারণা রাজনৈতিক মহলের | রাজনৈতিক মহলের মতে তৃণমূল থেকে বিজেপি শিবিরে যোগ দিয়ে বিধায়ক হওয়া একের পর এক নেতা ‘ঘর ওয়াপসি’ শুরু করেছেন | যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দিল্লির বিজেপি নেতারা |