Breaking News

এনআরএস-এর হোমগার্ডকে চড় বিজেপি নেতার,’মেরে থাকলে ঠিক করেছে’, সমর্থন দিলীপ ঘোষের,পাল্টা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ!

প্রসেনজিৎ ধর,কলকাতা :- এনআরএস হাসপাতালে কর্তব্যরত এক হোমগার্ডকে চড় মেরে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি বলে অভিযোগ | এই চড় মারার ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘মেরে থাকলে ঠিক করেছে |’ বিজেপি নেতার গুণ্ডামি নিয়ে যখন বাংলার রাজনৈতিক মহল উত্তাল, তখনই দলীয় নেতার পাশে দাঁড়িয়ে তাঁর গুণ্ডামিকে কার্যত সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি | তার পাল্টা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ| প্রসঙ্গত, চার মাস পর কলকাতা হাইকোর্টের নির্দেশে দেহ নিলেন কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর পরিবার | এতদিন অভিজিৎ সরকার নামে ওই বিজেপি কর্মীর দেহ সংরক্ষিত ছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে |বৃহস্পতিবার দেহ হস্তান্তর ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় এনআরএস হাসপাতালের মর্গের বাইরে | বিজেপির অভিযোগ, দেহ হস্তান্তের অযথা দেরি করা হচ্ছে | এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেতা কর্মীরা | অভিযোগ, তখনই কর্তব্যরত এক হোমগার্ডকে চড় মেরে বসেন বিজেপি নেতা দেবদত্ত মাজি | তিনি পুলিশকর্মীদের ধাক্কাও দিয়েছেন বলে অভিযোগ | পরে তিনি সবটা অস্বীকার করেছেন | যদিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে ওই বিজেপি নেতা পুলিশকর্মীদের উপর চড়াও হয়েছিলেন | এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে | দলীয় নেতার এহেন গুণ্ডামিকে কার্যত স্বীকৃতি দিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি | ওই বিজেপি নেতার পাশে দাঁড়িয়েই বৃহস্পতিবার দিলীপ ঘোষ বললেন, ‘সরকারের গালে থাপ্পর মারা উচিৎ ছিল | হোমগার্ডকে মেরেছে ঠিক করেছে, সামান্য মানবিকতা নেই|’ এই ঘটনা নিয়ে মন্তব্য করেই ফের বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ | তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন | তিনি বলেন, ‘কে ওই দেবদত্ত মাজি? চার আনা দাম নেই। রাস্তা দিয়ে হেঁটে গেলেও কেউ চিনতে পারবে না | অথচ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে | সেই সুযোগ নিয়েই এদিন এনআরএস হাসপাতালে গুণ্ডামি করল | ওর বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *