Breaking News

একে করোনা তার সাথে দোসর বৃষ্টি!যার জেরে বিপাকে ঝাড়গ্রামের তপশিয়ার মৃৎশিল্পীরা

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :-করোনা পরিস্থিতিতে যখন সমস্যার মধ্যে পড়েছেন মৃৎশিল্পীরা সেই সময় হাতে গোনা কয়েকটি প্রতিমা তৈরি করেও স্বস্তিতে নেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের তপশিয়া এলাকার মৃৎশিল্পীরা | কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে | যার ফলে প্রতিমা তৈরি করেও তারা বিপদে পড়েছেন | কারণ ঠাকুরের মাটি শুকাতে হিমশিম খেতে হচ্ছে মৃৎশিল্পীদের | করোনা আবহে গত বছরের মতো এ বছরও হাতে গোনা কয়েকটি ঠাকুর তৈরি করেছেন ঝাড়গ্রামের তপশিয়ার মৃৎশিল্পী সুনীল পয়ড়া | কিন্তু বৃষ্টির জন্য তিনি সমস্যায় পড়েছেন | কিভাবে ঠাকুরের মাটি শুকনো হবে তা নিয়ে যথেষ্ট চিন্তার রয়েছেন ওই মৃৎশিল্পী | সেই সঙ্গে তিনি বলেন প্রতিমার দাম নেই | কিন্তু প্রতিমা তৈরী না করলে কিভাবে আমরা বেঁচে থাকবো | তাই এ বছর মাত্র ১৫ টি গণেশ প্রতিমা তৈরি করেছেন ও কয়েকটি বিশ্বকর্মা ঠাকুর তৈরি করেছেন বলে তিনি জানান |
যাঁরা বিগ বাজেটের পুজো করতেন সেই সব উদ্যোক্তারাও পড়েছেন বিপাকে | করোনার জন্য বাজেট কাটছাট করে এবার পুজো করবেন বলে জানিয়েছেন তাঁরা | ফলে যাঁদের পুজোর জন্য বড় বড় প্রতিমার অর্ডার ছিল,তাঁরা ওসব বাদ দিয়ে ছোট ছোট প্রতিমা এনে কোনও রকমে পুজোটা সারতে চাইছেন | আর তাই তার প্রভাব পড়েছে এই উৎসবের মূল কারিগর মৃৎশিল্পীদের উপর | চরম বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা।গতবছরও করোনার জেরে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছিল মৃৎশিল্পীদের | তবু তাঁরা আশা করেছিল হয়তো আগামী বছরটা ভালোয় ভালোয় কাটবে | কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ফের অথৈ জলে পড়তে হল শিল্পীদের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *