Breaking News

“যারা যেতে চাও, ট্রেন ছাড়ার আগে তাড়াতাড়ি যাও” হুগলির সভা থেকে নাম না করে বেসুরো ও দলত্যাগীদের বার্তা তৃণমূল সুপ্রিমোর

নিজস্ব সংবাদদাতা :- তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী বেসুরো| দলও ছেড়েছেন কিছু হেভিওয়েট নেতা |তারই মধ্যে সোমবার হুগলির পুরশুড়ার জনসভা থেকে নাম না করে দলত্যাগী ও বেসুরোদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | সভা থেকে তৃণমূল নেত্রীর স্পষ্ট হুঁশিয়ারি,”যারা যারা লাইন দিয়ে আছ, তাড়াতাড়ি চলে যাও৷ ট্রেন ছেড়ে দেবে |ইচোর-এঁচোড়রা সব পালিয়ে যাও | ওদের পায়ে গিয়ে পড় | বিজেপিতে গিয়ে চুরির টাকা রাখ | টাকা করেছ, তাই বিজেপির ঘরে রাখতে যাচ্ছ | যারা যারা যাচ্ছ, তাদের আর আমরা নেব না | কারণ, কাকে কাকে নিতে হয় আমরা জানি “|

এদিন দলনেত্রী আরও বলেন, “বাংলা তোমাদের চায় না | তৃণমূল তোমাদের চায় না | তৃণমূলে টিকিট পাবে না বুঝেই দলবদল করেছ| কেন তোমাদের টিকিট দেবে? তোমরা তো মানুষের জন্য কাজ করোনি, কেউ চলে গেলে যায় আসে না| আমরাই ছিলাম, আর আমরাই থাকব”| পুরশুড়ার সভা থেকে এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হুগলির প্রতিটা সিট এবার তৃণমূল কংগ্রেসকে দিন | এই আবেদন আপনাদের কাছে করব |”এই জনসভা থেকে বিজেপির পাশাপাশি সিপিএম-কংগ্রেস এর বিরুদ্ধেও সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় | মমতার দাবি, সিপিএম ও কংগ্রেসের সমর্থনে বিজেপি এসেছে রাজ্যে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *