নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:-ফের চিকিৎসার গাফিলতির অভিযোগে উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে | মৃত্যু হল এক প্রসূতি মায়ের | এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতাল চত্বরে | জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার পদিমা গ্রামের সঞ্জয় দাস তার স্ত্রীকে এগরা মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হয় গত ২২ শে জানুয়ারি | মৃতার পরিবারের অভিযোগ, বাচ্চা প্রসব হওয়ার পর মায়ের ব্লিডিং শুরু হয় |
বাড়ির লোকেরা নার্সকে সে কথা জানানো সত্ত্বেও কোনও চিকিৎসক আসেননি বলে অভিযোগ মৃতার স্বামী সঞ্জয় দাসের| এদিন সকাল ১০ টায় তাঁর স্ত্রীর মৃত্যু হয় বলে জানান সঞ্জয় দাস | গোটা ঘটনা জানাজানি হতে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায় | ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ | সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ | পুলিশের পাশাপাশি হাসপাতাল সুপারও সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে |