প্রসেনজিৎ ধর, কলকাতা :- এদিন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় | আর সেখানেও রইল বড় চমক, যা অনেকে ভাবতেও পারেননি | সার্ভে বিল্ডিংয়ের ভিতর যখন প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী তখন তাঁর প্রস্তাবক হিসেবে দেখা গেল অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামীকে, যিনি প্রযোজক নিসপাল সিং রানে | মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম | মুখ্যমন্ত্রীর মনোনয়নে আরও দুই প্রস্তাবক ছিলেন দলের প্রাক্তন কাউন্সিলর বাবলু সিং এবং মীরজ শাহ | কিন্তু চর্চায় উঠে এসেছেন নিসপালই | মনোনয়ন জমা দিয়ে মমতা নিজেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিসপাল সিং রানের পরিচয় করিয়ে দেন |
আর মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে | ভবানীপুরেই থাকে |’ ব্যস এতটুকু কথাতেই কাজ হয়েছে | এটাই যেন সবাই জানার জন্য কৌতুহলী ছিলেন | নিসপাল ভবানীপুরের বাসিন্দা বলেই তাঁকে প্রস্তাবক হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী | আর অবাঙালি ভোটারদের কাছে তিনি বেশ জনপ্রিয় | এই বিধানসভা কেন্দ্রের অঙ্ক হচ্ছে, এখানে বহু সংখ্যক গুজরাতি ভোট রয়েছে | শিখ সম্প্রদায়ের মানুষ থাকেন | সেই ভোটের লক্ষ্য নিয়েই বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে |অন্যদিকে, গুজরাতি ভোট ব্যাঙ্কের হিসেব ধরতে ভবানীপুর এডুকেশন সোসাইটির প্রধান মীরজ শাহকে প্রস্তাবক করেছেন মমতা, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের | আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হওয়ার কথা |