Breaking News

রুদ্রে নেই আস্থা,ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভবানীপুরে বিজেপির প্রার্থী করা হল বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে | তাঁকেই কেন বেছে নেওয়া হল, যেখানে একুশের নির্বাচনেই তিনি পরাজিত হয়েছেন এন্টালি বিধায়সভা কেন্দ্রে |অপরদিকে একুশের সাধারণ নির্বাচনে ভবানীপুরে বিজেপির তারকা প্রার্থী ছিলেন রুদ্রনীল ঘোষ | কেন ভবানীপুরে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেই বেছে নিল বিজেপি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি | পাশাপাশি মমতার বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে একজন মহিলা প্রার্থী বিশ্বাসযোগ্য হবে | তাই আবাঙালি মহিলা প্রার্থী প্রিয়াঙ্কার নামেই শিলমোহর দিয়েছে বিজেপির দিল্লির নেতৃত্ব | অপরদিকে, বিজেপির অন্দরের খবর, প্রিয়াঙ্কাকে মনোয়নন দিয়ে দিল্লির বিজেপি নেতৃত্ব আসলে ‘অভিমানী’ আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কেই বার্তা দিলেন | বঙ্গ রাজনীতিতে জল্পনা বাবুল সুপ্রিয়র অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল | সম্প্রতি মন্ত্রীত্ব খোয়ানোর পর অভিমানে বাবুল রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন | সামাজিক মাধ্যমেই ঘোষণা করেছিলেন তিনি আর সক্রিয় রাজনীতিতে অংশ নেবেন না | তবে সাংসদের দায়িত্ব পালন করবেন | এবার তাঁরই ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেই ভাবনীপুরে প্রার্থী করে বাবুলকে ফের রাজনীতির ময়দানে হাজির করতে চায় বিজেপি | সম্প্রতি ‘ভোট পরবর্তী হিংসা’ মামলাতেও আইনজীবী ছিলেন তিনি | যে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট | অপরদিকে, রাজনৈতিক মহলের মতে, আইনজীবী প্রিয়াঙ্কা ভোট পরবর্তী অশান্তি মামলা হাইকোর্টে টেনে নিয়ে যেতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন | হাইকোর্টে জয়ও এনে দিতে পেরেছেন তিনি | তাই তাঁকেই মমতার বিরুদ্ধে তাঁকেই সামনে আনা হল | তবুও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, মমতার বিরুদ্ধে লড়াইয়ে কয়েক কদম পিছিয়ে বিজেপি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *