Breaking News

জেলে গিয়ে ৪ ঘণ্টা ধরে দেবাঞ্জনকে জেরা ইডির!বাড়ি থেকে উদ্ধার একাধিক নথির বিষয়ে প্রশ্ন আধিকারিকদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে এবার জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট |প্রেসিডেন্সি জেলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে | ইডি সূত্রে খবর, এদিন জেরায় যা উঠে এসেছে, সমস্তটাই রেকর্ড করা হয়েছে | দেবাঞ্জনের বয়ান বাকি ধৃতদের সঙ্গে মিলিয়ে দেখা হবে | প্রয়োজনে আবারও জেরা করা হতে পারে তাকে | মুখোমুখি বসানো হয়ে পারে বাকি ধৃতদের সঙ্গে | সম্প্রতি বিশেষ ইডি আদালত দেবাঞ্জনকে জেলে গিয়ে জেরার অনুমতি দেয় | সেই অনুমতি নিয়ে জেরা | ইডি সূত্রে খবর, ফের জেরা করা হবে দেবাঞ্জনকে | ভ্যাকসিন মামলায় ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে খবর | সেক্ষেত্রে বয়ান মিলিয়ে দেখা হবে | দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির বিষয়ে জেরা করা হয় এবার | কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাঁস হয় গত জুন মাসে | তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ওই টিকাকরণ শিবিরে গিয়ে টিকা নিয়েছিলেন | তবে মোবাইলে মেসেজ না আসায় সন্দেহ হয় তাঁর | পুরো বিষয়টি কলকাতা পুরসভায় জানান তিনি | তারপরই দেবাঞ্জন দেবের কীর্তি আসে প্রকাশ্যে | তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ| একে একে তার সহযোগীদেরও গ্রেফতার করেছে পুলিশ | তদন্তভার হাতে নিয়েই দেবাঞ্জনকে জেরা করতে চেয়ে বিশেষ আদালতে আবেদন করে ইডি | সে সময়, আদালত জানিয়েছিল, দেবাঞ্জন জেল হেফাজতে গেলেই ইডি জেরা করতে পারবে | এদিন একদিনের জন্য প্রেসিডেন্সি জেলে আনা হয় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের নায়ককে | আগেই ইডির কাছে পৌঁছে গিয়েছিল দেবাঞ্জনের বয়ান তদন্তকারীরা এদিন সেই বয়ান মিলিয়ে দেখার কাজ সারলেন | তার আগে দেবাঞ্জনের মাদুরদহের বাড়িতে তল্লাশি চালানো হয় | পাশাপাশি এক আত্মীয়ের বাড়িতেও অভিয়ান চালায় ইডি | লেনিন সরণি এবং ওয়াটগঞ্জেও যায় ইডির আধিকারিকরা | সেই সমস্ত জায়গা থেকে পাওয়া নথি ও বিভিন্ন তথ্য সম্পর্কেও এদিন দেবাঞ্জনকে প্রশ্ন করা হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *