Breaking News

নষ্ট হচ্ছে চাষ,হাতির তান্ডবে নাজেহাল গ্রামবাসী দীর্ঘ চার ঘন্টার পথ অবরোধ করে বিক্ষোভ ঝাড়গ্রামে

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠার গল্প এ রাজ্যে কোন নতুন ঘটনা নয়। এর আগেও একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে জঙ্গল ছেড়ে হাতি সটাং গ্রামের রাস্তায় ঢুকে পড়েছে। এবার ঠিক তেমনটাই হল ঝাড়গ্রামের বেলপাহাড়ি মালাবতী জঙ্গল সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই এই এলাকার বাসিন্দারা হাতির তান্ডবে মারাত্মক সমস্যার মুখে পড়েছে। হাতির উপদ্রব কমাতে এদিন সকালে ঝাড়গ্রামের মালাবতী মোড়ে ঝাড়গ্রাম শিলদা ৫নম্বর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।

বাসিন্দাদের দাবি মালাবতী জঙ্গলে নয় থেকে দশটি হাতির দল দীর্ঘ চারদিন ধরে জঙ্গল সংলগ্ন ১০টি গ্রামের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। এমনকি ওই হাতিগুলি চাষের মরশুম সরষে, উচ্ছে, আলু সব খেয়ে নষ্ট করে করে দিচ্ছে। দিনের পর দিন প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি তাই ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবিতে এদিন গ্রামের সাধারণ মানুষরা পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ পথ আটকে রাখার ফলে ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। গ্রামের এক অবরোধকারী জানান, দীর্ঘ দিন ধরে বন দপ্তর কে জানিয়ে কোনো লাভ হয়নি, সামনে মকর পরব। পরবের মরসুমে ভয়ে কেউ বাড়ি থেকে বেরোতে পারছেনা, তাই আমরা বাধ্য হয়ে অবরোধ করেছি, জঙ্গলে হূল পার্টি ঢুকলে তবে আমরা পথ অবরোধ তুলবো।” অবরোধ চলার প্রায় চার ঘন্টা পর এদিন বিনপুর থানার আই সি হিমাংশু বিশ্বাস ও বিনপুরের ডেপুটি রেঞ্জ অফিসার সন্দীপ বাউড়ি এসে গ্রামের মানুষদের আশ্বস্ত করেন। তারফলেই অবরোধ তুলে নেন স্থানীয়রা, কিন্তু তাদের মতে সুরাহা যদি না হয় পরে আবার বৃহত্তর আন্দোলনে নামবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *