Breaking News

২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের!’রায়ে খুশি নই’, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার এই রায় দিয়েছে আদালত। এরপরই সাংবাদিক সম্মেলন করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি জানান, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তাঁরা। বলেন, “অনেকে চাকরি করছিলেন। সব নিয়োগ বাতিল। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।” তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ার সিবিআই অনুসন্ধান চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কমবেশি ৫ হাজার জনের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল।আইনসংগতভাবে তাঁরা চাকরি পাননি বলেই জানিয়েছিল সিবিআই। কলকাতা হাই কোর্টেও এর আগে বেশ কয়েকজনের সুপারিশপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। তা বাতিল করাও হয়েছিল। সিবিআই আরও তথ্য জানায়, আমরাও জানিয়েছিলাম তার ভিত্তিতেই এদিন নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে খুব কঠোর সিদ্ধান্ত।” কী কারণে কার চাকরি গেল, তা সবিস্তারে আগে জানা প্রয়োজন বলে জানান এসএসসি চেয়ারম্যান। তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। চাকরিহারাদের আগামী ৪ সপ্তাহের মধ্যে বেতন ফেরাতে হবে। দিতে হবে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ। ডিআই এবং জেলাশাসকদের মারফতই বেতন ফেরাতে হবে চাকরিহারাদের। বেতন ফেরতের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে তা ৬ সপ্তাহের মধ্যে নিশ্চিত করতে হবে ডিআই এবং জেলাশাসকদের। এই রায় ‘অত্যন্ত কঠিন’ বলেই মনে করছেন এসএসসি চেয়ারম্যান। এসএসসিকে আদালতের নির্দেশ ওএমআর শিট বা উত্তরপত্র অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। আদালতের নির্দেশ মেনে সেই কাজ অতি দ্রুত করা হবে বলেও জানান এসএসসি চেয়ারম্যান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *