Breaking News

সুন্দরবনে পেটের টানে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে নিহত মহিলা,বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন স্বামী,হল না শেষরক্ষা!

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ইয়াসে বিপর্যস্ত গোটা গ্রাম| তাও পেটের তাগিদের স্বামীর সঙ্গে বেড়িয়ে পড়েছিলেন সুন্দরবনের অন্দরে কাঁকড়া ধরতে | কিন্তু জীবিত অবস্থায় আর ফিরতে পারলেন না তিনি | বাঘের হামলায় প্রাণ হারাতে হল গৃহবধূ ভগবতী মণ্ডলকে| ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জেলার ক্যানিং মহকুমার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জের অন্তর্গত ঝিলা ৪ জঙ্গলের গোলভক্সা খালে | কোনওক্রমে প্রাণে রক্ষা পান ভগবতীর স্বামী ও তাঁদের এক সঙ্গী | মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম |ভগবতীর বাড়ি গোসাবা ব্লকের লাহিড়িপুরের চরঘেরি গ্রামে | পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভগবতী মন্ডল স্বামী অতিন মন্ডল ও অপর প্রতিবেশী সবিতা মন্ডলকে নিয়ে খুব ভোরে রওনা দেন ঝিলা ৪ জঙ্গলে | নদীর চরে একটি বাঘকে শুয়ে থাকতে দেখেছিলেন ওঁরা| কিন্তু ভেবেছিলেন সেটি মৃত বাঘ| বিশেষ আমল দেননি তাতে | আপন মনেই কাঁকড়া ধরতে থাকেন তাঁরা | কাঁকড়া ধরার সময়ে চরের কাছাকাছি চলে গেলে আচমকাই বাঘটি লাফিয়ে পড়ে ভগবতীর ওপর |স্ত্রীকে চোখের সামনে ওই অবস্থায় দেখে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন স্বামী অতীন | বাঘে-মানুষের দীর্ঘক্ষণ চলে লড়াই | শেষে মানুষের কাছে হার মেনে জঙ্গলে ফেরে বাঘ | কিন্তু ততক্ষণে যে সব শেষ! বাঘ কামড় বসিয়ে দিয়েছিল ভগবতীর ঘাড়ে | অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই মৃত্যু হয় তাঁর | স্ত্রীর দেহ নিয়ে নৌকা বয়ে ফের গ্রামে ফেরেন স্বামী | কান্নায় ভেঙে পড়ে পরিবার |এই এলাকার খাঁড়ির দিকে গভীর জঙ্গলই মূলত রয়্যাল বেঙ্গলের চারণক্ষেত্র | একইসঙ্গে, খাঁড়ির জলে প্রচুর কাঁকড়াও মেলে | এসব এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে| কিন্তু কাঁকড়া কিংবা অন্যান্য প্রাণী শিকারের আশায় হাঁটতে হাঁটতে কেউ কেউ এই ‘নিষিদ্ধ অঞ্চলে’ ঢুকে পড়েন| তাতেই এ ধরনের বিপর্যয় ঘটে। বৈধ অনুমতি নিয়েই তাঁরা কাঁকড়া ধরতে গিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *