Breaking News

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালের গেটে ঝুলছে রোগীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,হাসপাতালে উত্তেজনা!

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- হাসপাতালের করোনা ওয়ার্ডের গেটে ঝুলছে রোগীর দেহ | এমন চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালে | প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন ওই করোনা জয়ী | দিনতিনেক আগে করোনা রিপোর্ট নেগেটিভ হয় তাঁর | তবে কিছু শারীরিক অসুস্থতা থাকায় হাসপাতালেই ছিলেন তিনি | মানসিক অবসাদের জেরে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে | হাসপাতালে চরম উত্তেজনা| রোগীর আত্মীয়দের ব্যাপক বিক্ষোভ | পরিস্থিতি সামলায় পুলিশ| জানা গেছে,চন্দ্রকোণার পালংপুরের বাসিন্দা বছর বিয়াল্লিশের শিবরাম ঘোষ সপ্তাহদুয়েক আগে করোনা আক্রান্ত হন | প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল তাঁর | তবে শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় সপ্তাহদুয়েক আগে তাঁকে চন্দ্রকোণার কোভিড হাসপাতালে ভর্তি করা হয় | তিনদিন আগে রিপোর্ট আসে। জানা যায় শিবরামবাবু করোনা মুক্ত হয়ে গিয়েছেন | তা সত্ত্বেও তাঁর শারীরিক কিছু সমস্যা ছিল | শ্বাসকষ্টজনিত সমস্যাই মূলত ভোগাচ্ছিল তাঁকে| তাই পরিজনরা স্থির করেন আরও কয়েকদিন হাসপাতালেই ভর্তি রাখা হবে শিবরামবাবুকে | সেই মতো ওই হাসপাতালেই ছিলেন তিনি| বুধবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে ঢোকার দরজায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় | হাসপাতাল কর্মীরাই প্রথম তা দেখতে পান | ঊর্ধ্বতন কর্মীকে জানান তাঁরা |তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে | দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে | হাসপাতাল সূত্রে খবর, পরিজনেরা বাড়ি না নিয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই করোনা জয়ী | তার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে | মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটল তা যদিও খতিয়ে দেখছে পুলিশ | বেশ কিছুদিন ধরেই ঘাটাল হাসপাতালে করোনা ওয়ার্ডে নজরে গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা| এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে | সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর আত্মীয়রা | পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ | তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *