সুবীর কর, বীরভূম:- একুশের ভোটের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূলের।কোথাও দল ভাঙছে তো কোথাও বিতর্কিত মন্তব্য করে দল কে বিপদে ফেলছে।এবার কমিশন খুব কড়াকড়ি করতে চলেছে নির্বাচন পক্রিয়া। আগের মতো আর বেপরোয়াভাবে বুথে ঢোকা যাবে না।
অনুব্রত মন্ডলের গড় বীরভূমের সাঁইথিয়ায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির। ব্লক সভাপতি সাবের আলি বলেন, দল যেভাবে কাজ করছে তা খুব ভালো কর্মীরা উৎসাহিত। কিন্তু নির্বাচন কমিশন এবার যেভাবে নামছে, কড়াকড়ি করছে তাতে আমরা আগে যেভাবে বুথে ঢুকতাম বেরোতাম, যদিও গোপনীয় বিষয় এটা, এবার তা আর পারব না। যেভাবে ভোটটা আগে করতাম তা আর করা যাবে না। প্রত্যেক মানুষ কে বুথে ঢুকিয়ে দিতাম আমরা বা নিজেরা বেপরোয়াভাবে বুথে ঢুকে যেতাম তা এবার আর করা যাবে না। এখন প্রশ্ন এখানেই নির্বাচন কমিশন কড়াকড়ি করতে চলেছে এটা ভেবেই কি আশঙ্কা দানা বাঁধছে বীরভূমে? তাহলে বিরোধিদের অভিযোগ কি সত্যি হলো সব সময় অভিযোগ করতো বিরোধীরা ভোট দিতে দেয় না তৃণমূল,ছাপ্পা ভোট দেয় বলেই অভিযোগ ছিলো।বাস্তবে তা স্বীকার করে নিলো ব্লক তৃণমূল সভাপতি।