দেবাশীষ পাল, মালদহ :- রাতের অন্ধকারে এক সিভিক ভলান্টিয়ারের উপর পাশবিক ও অমানবিক হামলা | ওই সিভিক ভলান্টিয়ারের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই এক প্রতিবেশীর বিরুদ্ধে | এই নির্মম ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদহ জেলার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের কাঠাল বনা গ্রামে | কী কারণে এমন ঘটনা ঘটল, তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ | সূত্রের খবর, ওই সিভিক ভলান্টিয়ারের যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই এক প্রতিবেশীর বিরুদ্ধে| আক্রান্ত ওই সিভিক ভলেন্টিয়ার নাম বিফল চৌধুরী | তিনি হাসপাতালে এখন চিকিৎসাধীন | রাতে প্রথমে আক্রান্ত সিভিক ভলান্টিয়ারকে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজে| অবস্থার অবনতি হলে পরে তাঁকে পাঠানো হয় কলকাতায় | এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে | এই কথা শুনে আঁতকে উঠেছেন সকলে | এমন কেউ করতে পারে, তা ভাবতেও পারছেন না এলাকার মানুষ | এদিন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া এই ঘটনার কথা জানিয়েছেন, ”একজন সিভিক ভলেন্টিয়ারের গোপন অঙ্গে আঘাত করা হয়েছে | আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে | পুরো ঘটনাটি আমাদের কাছে এখনও পরিষ্কার নয় | আমরা বিষয়টি খতিয়ে দেখছি |” কী কারণে তাঁর সঙ্গে এমন ঘটনা হল?ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ | ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে | তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে পুলিশ |