দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দফায়-দফায় বৃষ্টি | আর তার জেরেই জলমগ্ন গোটা কলকাতা ও তৎসংলগ্ন এলাকা | আর এই জল জমার জেরেই নিউটাউনের শাপুরজি এলাকায় ঘটে গেল দুর্ঘটনা| জল থইথই রাস্তার পিট বা ম্যানহোলে আটকে গেলেন এক মহিলা | প্রায় আড়াই ঘণ্টা সেই পিটের ভিতরে শরীরের অর্ধেক অংশ আটকে রইল তাঁর | স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু কোনও লাভ হয়নি | পরে দমকলের দু’টি ইঞ্জিন ও এনডিআরএফ-এর একটি দল এসে তাঁকে উদ্ধার করে | মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে টেকনো সিটি থানা এলাকার সাপুরজি আবাসনের সামনের রাস্তায় | ভোর থেকে টানা বৃষ্টিতে জলে ডুবে গিয়েছে রাস্তা| স্থানীয় ওই মহিলা জমা জল পেরোতে গিয়ে পড়ে যান ম্যানহোলে | কারণ উপর থেকে দেখে বোঝার উপায় ছিল না, রাস্তার কোথায় ম্যানহোল আর কোথায় রয়েছে খানা-খন্দ | স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, বৃষ্টির জমা জলে ম্যানহোলের ঢাকনাটি আংশিক খুলে গিয়েছিল, তার জেরেই এই বিপত্তি | মহিলার আটকে থাকার খবর প্রত্যক্ষদর্শীরাই থানায় দেয় | খবর পেয়েই উদ্ধার করতে হাজির হয় দমকলের দু’টি ইঞ্জিন ও এনডিআরএফ-এর টিম ও টেকনো সিটি থানার পুলিশ | এর পরেই শুরু হয় উদ্ধার কাজ | কিছুক্ষণের চেষ্টায় ওই মহিলাকে ম্যানহোল থেকে উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় |ঘটনায় স্থানীয়দের অভিযোগ, দিনভর বৃষ্টিতে রাস্তা ঢেকে গিয়েছে জলে | তার মধ্যেই জলের তোড়ে ভেসে যাচ্ছে ম্যানহোলের ঢাকনা | এক বাসিন্দা নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘প্রায় দু’মাস ধরেই এই অবস্থা | বৃষ্টি হলেই জমে যাচ্ছে জল | এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়েছিল |’ এদিন দুর্ঘটনার কবলে পড়ে অবশ্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই মহিলা | যে কোনও দিন বড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন অনেকে | ঘটনায় রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে তাঁদের |