Breaking News

রাজনৈতিক অশান্তির খবর এলে পুলিশকে কড়া ভূমিকা নিতে হবে,উপনির্বাচনের আগে ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা মুখ্যসচিবের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামী উপনির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বুধবার জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী | ভোটের আগে নজরে রাজ্যের আইন শৃঙ্খলা |মুর্শিদাবাদ ও কলকাতা দক্ষিণের আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে | কোনও রাজনৈতিক অশান্তির অভিযোগের সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে | জেলাশাসক ও পুলিশ সুপারদের তেমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব |এই বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ,নদিয়া,হাওড়া ,হুগলি, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা এই ছয় জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা | বৈঠকে ছিলেন এই ছয় জেলার পুলিশ কমিশনারেটের কমিশনাররাও | মুর্শিদাবাদ, কলকাতা দক্ষিণ ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়ার আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি| যেহেতু ভোট হবে এই জেলাগুলির কাছাকাছি, তাই এই এলাকাগুলিতে আইনশৃঙ্খলা নিয়ে কোনও অভিযোগ এলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে | এদিন পুলিশ কমিশনারদের মুখ্যসচিবের নির্দেশ, “আপনারা আইন-শৃঙ্খলার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিন |”কোন রাজনৈতিক অশান্তির খবর এলে পুলিশকে কড়া ভূমিকা নিতে হবে, ৪৫ মিনিটের ভার্চুয়াল বৈঠকে তেমনটাই নির্দেশ দেন মুখ্যসচিব| জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা যাতে কার্যকরী হয়, সেই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন মুখ্যসচিব |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *