দেবরীনা মণ্ডল সাহা :- এবার পূর্ব মেদিনীপুরে পা রাখছেন অভিষেক। আগামী ৬ ফেব্রুয়ারি হতে পারে অভিষেকের এই বিশেষ সভা। সূত্রের খবর, কাঁথিতে অধিকারীদের বাসভবনের কাছাকাছিই থাকছে তাঁর সভাস্থল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই দু তরফে যে প্রকার অস্ত্র নিক্ষেপ শুরু হয়েছে তা দেখে সাফ আভাস মিলছে বিজেপি তৃণমূল দুই পক্ষই দমে যাওয়ার পাত্র নয়। একে অপরকে টেক্কা দিতে প্রতিদিনই দুই দল পালা করে মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে। একই এলাকায় দুই দল পালা করে বক্তব্য রাখছে সকাল বিকেল | দু দিন আগেই ডায়মন্ড হারবার থেকে বিজেপিকে গর্জে উঠতে দেখা গিয়েছে, এবার পালা তৃণমূলের।
প্রসঙ্গত, দল পরিত্যাগ করে বিজেপিতে যোগ দিতেই একাধিক কুমন্তব্য করতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এমনকি দুদিন আগেই খেজুরির সভায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুর এই কড়া মন্তব্যে দমে যায়নি অভিষেকও, অপামনজনক এই মন্তব্যের শাস্তিস্বরূপ এদিন শুভেন্দুকে আইনি নোটিস ধরিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কখনো চাল চুরি তো কখনো কাটমানি সব মিলিয়ে একাধিকবার অভিষেককে নিশানা করে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তবে এবার পালা অভিষেকের! আগামী সভায় কী বলবেন ভাইপো এখন সেই অপেক্ষায় রয়েছে গোটা বাংলা।