Breaking News

এক টানা বৃষ্টিতে স্তব্ধ ঝাড়গ্রাম জেলার জনজীবন!সমস্যায় বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম :- নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর | যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বাসিন্দারা|বৃষ্টির জেরে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত | ঝাড়গ্রাম পৌরসভার ১০,১১,১২,১৩,১৪,১৫,১৬,১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে | এমনকি বিভিন্ন রাস্তার উপর দিয়ে যে জল প্রবল স্রোতে বইছে | শুধু তাই নয়, প্রবল বৃষ্টির ফলে বেশকিছু বাড়িতে জল ঢুকে পড়েছে | তাতে বেশি কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে |ঝাড়গ্রাম জেলায় শতাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায় | যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা| একটানা প্রবল বৃষ্টির ফলে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে | এমনকি রাস্তাঘাট সুনসান, লোকজনের দেখা নেই |যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে | তাই একটানা বৃষ্টির ফলে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর নদীতে পরিণত হয়েছে |
ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, জামবনি, বেলপাহাড়ি, লালগড়, বিনপুর, সাঁকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও বেলিয়াবেড়া থানা এলাকায় বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে | এমনকি বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে | বিভিন্ন নদীতে জল বাড়ছে, যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে| একটানা প্রবল বৃষ্টির ফলে ধান চাষের পাশাপাশি সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা | ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে বর্তমান পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে | জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *