Breaking News

আমলাশোলে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করলেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি!

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- ভোটের আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে জানিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে তিনি দুয়ারে রেশন চালু করবেন | সেই মতো এ বার ওই প্রকল্প রূপায়ণের প্রস্তুতি পুরোদমে শুরু রাজ্যের খাদ্য দফতরের| বিনপুর দুই ব্লকের আমলাশোল গ্রামে গিয়ে বুধবার পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি | প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার তিনি আমলাশোল গ্রামে গিয়ে মানুষের হাতে রেশন তুলে দেন | দুয়ারে রেশন পেয়ে খুশি ওই এলাকার বাসিন্দারা | এদিন খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন,আগে মানুষকে তিন-চার কিলোমিটার দূরে গিয়ে রেশন আনতে হতো | কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ফলে আর বেশি দূরে গিয়ে কাউকে রেশন আনতে হবে না, বাড়িতে রেশন পৌঁছে যাবে |

তিনি আরও বলেন আমলাশোল আগেই সংবাদ শিরোনামে উঠেছিল | বাম সরকারের আমলে এই গ্রামে অনাহারে মৃত্যুর ঘটনা ঘটেছিল | বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমলাশোল গ্রামের একাধিক উন্নয়ন হয়েছে | সোলার লাইট বসানো হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে | অবশেষে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে | আগামী দিনে আরও উন্নয়ন হবে বলে আমলাশোল গ্রামের বাসিন্দাদের আশ্বাস দেন তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *