প্রসেনজিৎ ধর :- রবিবার কুলতলির সভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | আর সোমবার তমলুকের সভা থেকে তারই জবাব দিলেন অধিকারী বাড়ির মেজো ছেলে |
অভিষেকের তাঁকে বলা ঘুষখোর প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘তিনি বলেছেন, আমাকে খবরের কাগজ মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে। আমার কথা ভাবতে হবে না। ও বরং ভাবুক ওর বড় জ্যাঠা সুব্রত মুখোপাধ্যায়, মেজো জ্যাঠা মাস্টারমশাই সৌগত রায়ের কী হবে। আর ভাবুক তাঁর পিসিমণি কাকলি ঘোষদস্তিদার, কাকু ববি হাকিমের কী হবে!’ অভিষেককে আক্রমণ করে শুভেন্দু আরওবলেন, ‘আমি ১০ বছর মধু খেয়েছি কিনা জানি না। কিন্তু আমার কি কোনও পরিবর্তন হয়েছে? আর আপনি তো বছরে চারবার বিদেশে যান। আর আপনার তো সিঙ্গাপুরে না গেলে চিকিৎসা হয় না। মধু তো আপনি খাচ্ছেন।’শুভেন্দু আরও বলেন, ‘আমার বাড়ি ২০১১র আগে যা ছিল তাই আছে। একটা তলাও বাড়েনি। ১০ বাই ১০ ঘরে ঘুমোই। আর আপনি তো এক গরিব লোককে তুলে চারতলা বাড়ি বানিয়েছেন। হরিশ মুখার্জি আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ৩৫টা প্লটের মালিক”| জয় শ্রীরাম নিয়েও শুভেন্দু বলেন, ‘একজন রেগে যাচ্ছে তোলাবাজ ভাইপো শুনলে, আরেকজন জয় শ্রীরাম শুনলে। এত রাগ কেন জয় শ্রীরাম শুনলে?”তমলুকের সভায় এইভাবেই পিসি-ভাইপোকে তুলোধোনা করলেন শুভেন্দু অধিকারী |