প্রসেনজিৎ ধর :- কয়লা কাণ্ডের তদন্তে ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ইডি’র দফতরে যাচ্ছেন মলয় ঘটক | তাঁকে ১৪ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ইডি’র সদর দফতরে তলব করা হয়েছিল | তবে সেবার এড়িয়ে গিয়েছিলেন আইনমন্ত্রী| তাঁর বক্তব্য ছিল, এত অল্প সময়ের নোটিশে তাঁর পক্ষে যাওযা সম্বব নয়| কারণ রাজ্যের কাজ রয়েছে তাঁর উপর| আর তদন্ত সংক্রান্ত নথি প্রস্তুত করা সম্ভব নয় | কলকাতার অফিসে বা ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের প্রস্তাবও দিয়েছিলেন মলয় ঘটক | কিন্তু রাজি হয়নি ইডি | তাঁকে পাঁচ বছরের ব্যাঙ্কের তথ্যাদি জমা দিতে বলা হয়েছে | ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদে আগ্রহী বলে আইনজীবী মারফত ইডিকে জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী | কিন্তু ইডি’র আধিকারিকরা তাতে রাজি হননি |এবার ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লি ইডি’র দফতরে যাচ্ছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, বৃহস্পতিবার এই খবর মিলছে সূত্রে | কয়লা কাণ্ডে একাধিক ব্যক্তিকে জেরা করেই উঠে এসেছে মলয় ঘটকের নাম বলে দাবি তদন্তকারী আধিকারিকদের | তাই মন্ত্রী মলয় ঘটককে তলব করেন তদন্তকারীরা | এবার ২৩ সেপ্টেম্বর মুখোমুখি ইডি-মলয় ঘটক |তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, রাজ্যের শাসকদলের বিরুদ্ধে পরিকল্পনা করে চক্রান্ত করা হচ্ছে | খোদ তৃণমূল সুপ্রিমো বিজেপিকে নিশানা করে বলেছিলেন, ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না | এবার মলয় ঘটককে পাঁচ বছরের ব্যাঙ্কের তথ্য জমা দিতে বলা হয়েছে | ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ইডি’র দফতরে তাই যেতেই হচ্ছে আইনমন্ত্রীকে|