Breaking News

‘ভোটে ব্যস্ত প্রশাসন’ শিশু মৃত্যু নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর,পাল্টা দিলেন কুণাল ঘোষ!

দেবরীনা মণ্ডল সাহা :- অজানা জ্বর সহ নানা উপসর্গ নিয়ে রাজ্যের শিশুরা মারা যাচ্ছে | যা এখন যথেষ্ট উদ্বেগের বিষয়| এই বিষয়টি নিয়েও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |বিজেপিরই আরও এক নেতা জিতেন্দ্র তিওয়ারির গলায় উল্টো সুর | রাজনীতি না করার পরামর্শ দিলেন তিনি | পাল্টা তোপ তৃণমূলের কুণাল ঘোষের | উত্তরবঙ্গের একাধিক জেলা এবং দক্ষিণবঙ্গেও অজানা জ্বরে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে | এমনকী জ্বরের উপসর্গ নিয়ে আক্রান্ত অনেক শিশু | এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা | তিনি আজ টুইটে লেখেন, ‘‌ভবানীপুর উপনির্বাচন নিয়ে ব্যস্ত গোটা রাজ্য প্রশাসন |
এটাই এখন প্রশাসনের মূল লক্ষ্য | কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর কাছে আমার আর্জি আপনি দয়া করে রাজ্যে কেন্দ্রের বিশেষজ্ঞ দল পাঠান | শিশুদের রক্ষা করুন |’‌ এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী | তবে হঠাৎ এমন পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে | এই ইস্যুটি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও |

তিনি বিরোধী দলনেতাকে কাঠগড়ায় তুলে বলনে, ‘‌বাংলায় একটা কথা রয়েছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা | স্বাস্থ্য দফতর যথাযথ ব্যবস্থা করেছে। যাঁদের অলস মস্তিষ্ক তাঁরা খবর নিন, উত্তরপ্রদেশে নদীতে কেন মৃতদেহ ফেলতে হয়েছিল| আধা নেতারা ভেসে থাকার জন্য টুইট করছেন |’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *