Breaking News

‘সব ব্যবস্থা রাখা হয়েছে’‌, এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য–বৈঠকের পর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনার মধ্যে রাজ্য জুড়ে আচমকা ‘অজানা’ জ্বরের প্রকোপ চিন্তা বাড়াচ্ছে | তবে এবার তা নিয়ে খুব একটা উদ্বেগের কিছু নেই বলেই আশ্বস্ত করল রাজ্য প্রশাসন | কারণ, ভাইরাসটি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে | বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে একঘণ্টার স্বাস্থ্যবৈঠক শেষে এমনই জানালেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম | প্রায় প্রতি বৃহস্পতিবারই এসএসকেএম হাসপাতালে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় | তবে এবারের আসাটা ছিল উদ্বেগের বিষয় নিয়ে | কারণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অজানা জ্বরে আক্রান্ত হয়ে পড়ছিল শিশুরা | এমনকী অনেকে মারাও যাচ্ছে | এই নিয়েই এখন তোলপাড় গোটা রাজ্য | তাই কলকাতার পাঁচ হাসপাতালের পরিকাঠামো নিয়ে এসএসকেএমে বৈঠক করেন মুখ্যমন্ত্রী| বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘‌সব ব্যবস্থা রাখা হয়েছে | সকালেই আমি খোঁজ নিয়েছিলাম | ওটা অন্যভাবে লেখা হয়েছে | বাকি যা জানার সেটা স্বাস্থ্য সচিবের কাছ থেকে জেনে নেবেন |’‌
তারপর স্বাস্থ্য দফতরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‌ভাইরাস চিহ্নিত করা হয়েছে | গোটা বিষয়টি নিয়ন্ত্রণে| যে কটি শিশুর মৃত্যু হয়েছে, তার কারণ অন্য | রোগ চিহ্নিত হয়েছে | পরিকাঠামোও যথেষ্ট, ওষুধও পাঠানো হয়েছে| সবকিছু পর্যবেক্ষণে রাখা হচ্ছে |’‌আর এদিন পরিকাঠামোর আরও উন্নয়ন নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর | কিভাবে পরিকাঠামো ঢেলে সাজানো যায়, শয্যাসংখ্যা বৃদ্ধি করা যায় এবং মেডিক্যাল কলেজের আসন সংখ্যাও বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে| ইতিমধ্যেই কলকাতা মেডিক্যালে আরও ২০টি বেড বাড়ানো হয় | স্বাস্থ্য দফতরের আশ্বাস, পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *