নিজস্ব সংবাদদাতা, মালদহ :- মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু | জ্বর, শ্বাসকষ্ট এবং শুকনো কাশির সমস্যা নিয়ে তারা ভর্তি হয়েছিল | মৃতদের মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে, অন্যজন মালদহের ভুতনি এলাকার | এই নিয়ে তিন দিনে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনা ঘটল সেখানে | এই অবস্থাতেই এদিন মালদহ মেডিকেল সহ উত্তরবঙ্গের নানা হাসপাতালে পরিদর্শনে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল | এই মুহূর্তে ওই হাসপাতালে আরও ১৭৮ জন শিশু সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন | বুধবার রাতে দু’জন এবং বৃহস্পতিবার সকালে একজন শিশু মারা গিয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে | মৃত তিন শিশুই খুবই ছোট ছিল | কারও বয়স ৭ বছর, কারও বয়স ৫ বছর | তাদের শুকনো কাশি ও শ্বাসকষ্টও ছিল | শিশুদের এই জ্বরের চিকিৎসা করতে ইতিমধ্যে তৎপর হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ | শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে | স্বাস্থ্য দফতরের সঙ্গেও কথা বলা হচ্ছে |উত্তরবঙ্গের বিভিন্ন জেলার হাসপাতালগুলিতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশু ভর্তির সংখ্যা বেড়েই চলেছে | ফলে রাজ্য জুড়ে শিশুদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ | তবে রাজ্যের স্বাস্থ্য দফতর আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছে | তাদের মতে, অন্যান্য বছরেও এই সময় শিশুদের জ্বর হয়,সেটাই হচ্ছে। জলপাইগুড়ি, মালদহ -সহ উত্তরবঙ্গের হাসপাতালে ভর্তি শিশুদের শারীরিক পরিস্থিতি ও হাসপাতাল পরিকাঠামো খতিয়ে দেখবেন তাঁরা | শিশুদের চিকিৎসার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) পরিকাঠামো, হাসপাতালের চিকিৎসক এবং পর্যাপ্ত কর্মী রয়েছে কিনা এবং বিশেষ কোনও এলাকায় জ্বরের প্রকোপ বাড়ছে কি না তাও দেখবে বিশেষজ্ঞ দল | ওই দলে থাকছেন ৬জন বিশেষজ্ঞ |