দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিশ্বসেরার স্বীকৃতি পেল কলকাতার আর.জি.কর মেডিক্যাল কলেজ হাসপাতাল | বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারের অন্তর্ভুক্ত হল হাসপাতাল | বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইমেল করে আর জি কর হাসপাতালকে এই সুসংবাদ জানানো হয় | বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মোট ৩৫০ টি সংস্থাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে | বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে জানানো হচ্ছে, ৩৫০ টি সংস্থাকে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে তারমধ্যে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পয়জন ইনফরমেশন সেন্টার’ একমাত্র নির্ভেজাল সরকারি হাসপাতাল | প্রসঙ্গত, ২০১৮ সালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করা হয় | এই প্রসঙ্গে আর জি কর হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টারের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা সোমনাথ দাস বলেন, ‘সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিষ কমাতে অ্যান্টিডোট তৈরি করা হচ্ছে | সেক্ষেত্রে এই সংস্থার থেকে যে তথ্য পাওয়া যাবে তাও যুক্ত হবে | পয়জন সংক্রান্ত যে কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার থেকে সহায়তা মিলবে | আর.জি.কর হাসপাতালের পয়জন ইনফরমেশন সেন্টার থেকে যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে পাঠানো হবে তা বিশ্বের দরবারে প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃত হবে একটি উন্নতমানের তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে, ফলে আদতে অনেক সমস্যার দ্রুত সমাধান হবে |’