প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কয়েকটি নতুন প্রকল্পের ওপর জোর দিয়েছিলেন| এর মধ্যে অন্যতম স্টুডেন্ট ক্রেডিট কার্ড | রাজ্য সরকারের অনুমোদনে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ড ইস্যু করবে | কিন্তু অভিযোগ উঠছে কয়েকটি ব্যাঙ্ক এই ক্রেডিট কার্ড দিতে গড়িমসি করছে | অভিযোগ পেয়েই খতিয়ে দেখে রাজ্য প্রশাসন | এই সমস্ত ব্যাঙ্কের তালিকা তৈরির নির্দেশ দিলেন মুখ্যসচিব | সব জেলার জেলাশাসকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে | নবান্ন সূত্রে খবর, সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক ঋণ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে | এই মর্মে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবৈদী ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়েছে | ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ আসছিল বিগত কয়েক দিনে, এরপরই নবান্ন কড়া অবস্থান নিল |’স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা | অনলাইনে বহু আবেদন জমা পড়েছে |রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in বা banglaruchchashiksha.wb.gov.in বা https://wbscc.wb.gov.in/-এ আবেদন করা যাবে | নবান্ন সূত্রে খবর, উপভোক্তারা ব্যাঙ্কে ঋণের জন্য আবেদন করেও হয়রান হচ্ছেন | প্রয়োজনে আগামী দিনে এই সমস্ত ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার | হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সরকারি প্রকল্পে সহায়তা করতে রাজি না থাকলে সেই সমস্ত ব্যাঙ্কগুলির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে নবান্ন |