নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- সামনেই বিয়ে,আর তার জন্যই বাড়ি লাগোয়া জমিতে আরও একটি ঘর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল | কিন্তু ভিত খুঁড়তে গেলে প্রতিবেশি পরিবারের হামলার শিকার হতে হল খুরশাদ আনসারি ও তার পরিবারের লোকেদের | অভিযোগ, ওই হামলাতেই মৃত্যু হয়েছে খুরশাদের দাদা আরশাদ আনসারির,পাল্টা আক্রামণের অভিযুক্ত পরিবারেরও বেশ কিছু সদস্য জখম হয়েছে | শুক্রবার বেলার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভাতুন গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে | রায়গঞ্জের ভাটুন পঞ্চায়েতের গোপালপুল ফুটানি এসএসকে সংসদ এলাকার বাসিন্দা আরশাদ আনসারি,বয়স ৩০ বছর। স্ত্রী, সন্তান ও দাদাদের সঙ্গে থাকতেন ওই যুবক | জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে আরশাদের বসত বাড়ি নিয়ে অশান্তি চলছিল প্রতিবেশী বটুয়া ও রমজান আনসারির সঙ্গে | তাঁরা ওই যুবকের বসতভিটে দখলের চেষ্টা করছিল বলে অভিযোগ | এই নিয়ে দিন দশেক আগে রায়গঞ্জের ভাটল পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন আরশাদ | পুলিশ দুইপক্ষকে ডেকেও পাঠিয়েছিলেন | আরশাদ পুলিশের দ্বারস্থ হওয়ায় বটুয়াদের ক্ষোভ চরম আকার নেয়| সেই আক্রোশের কারণেই শুক্রবার আরশাদের বাড়িতে চড়াও হয় বটুয়া ও রমজান | অভিযোগ, ঘরে ঢুকেই আরশাদের পেটে তলোয়ার চালায় তারা | এরপর যুবকের দুটো হাত কেটে দেহ থেকে আলাদা করে দেয় অভিযুক্ত | এরপরও এলোপাথাড়ি কোপানো হয় আরশাদকে বলে অভিযোগ | ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা।দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে | ৩ জনকে গ্রেফতার করা হয়েছে | ঘটনার তদন্ত শুরুর করেছে ভাটোল ফাঁড়ি ও রায়গঞ্জ থানার পুলিশ | এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে |