Breaking News

শুভেন্দুর বক্তব্য ঘিরে জোর জল্পনা, ‘ফেব্রুয়ারি ১৬-র পর কালীঘাটেও ফুটছে পদ্ম’?

নিজস্ব সংবাদদাতা :- তাহলে কি এবার সত্যি সত্যি কালীঘাটে পদ্ম ফুটতে চলেছে? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফোটানোর কথা শোনা গিয়েছিল আগেই | সোমবার কাঁথিতে তাঁর দিনক্ষণ বলে দিলেন খোদ শুভেন্দু অধিকারী| এদিন তিনি বলেন,’মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে | ১৬ ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতে পদ্ম ফোটাব।’ অধিকারী বাড়ির মেজো ছেলে বিজেপিতে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছিলেন, শুভেন্দুর পরিবারের লোক তো এখনও তৃণমূলে| তার জবাব দিয়েছিলেন শুভেন্দু |

বলেছিলেন, ‘এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন | আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব |’ তারপর ছোট ভাই সৌম্যেন্দু যোগ দেন বিজেপিতে | ইতিমধ্যে জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে তাঁর বাবা শিশির অধিকারীকে। তাঁরাও কি দলবদল করবেন? সেই ইঙ্গিতও এদিন দিয়েছেন শুভেন্দু অধিকারী | শুধু তাই নয়, তাহলে কি বন্দ্যোপাধ্যায় পরিবারে কেউ বিজেপিতে নাম লেখাতে চলেছেন? দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছিলেন, ‘আগামীদিনে কি হবে, সেটা কেউ বলতে পারে না | কালকে কী করব? আমি নিজেও জানি না।’ এই মন্তব্যই উস্কে দিয়েছিল জল্পনা | কেন হঠাৎ করে ভিন্নসুর কার্তিক বন্দ্যোপাধ্যায়ের?সোমবার শুভেন্দুর মন্তব্য ধরে তাই দুইয়ে-দুইয়ে চার করছে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *