Breaking News

হাইকোর্টের রক্ষাকবচ এবার চন্দনাকে!চন্দনা বাউড়ির বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা :- দ্বিতীয় বিয়ে’-এর মাঝেই কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি | শুক্রবার বিধায়কের বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত | যদিও প্রথম সেই বিয়ের ছবি যেমন অনেক আগেই জনস্মুখে চলে এসেছে তেমনি যাকে বিয়ে করেছেন সেই কৃষ্ণ কুণ্ডু নিজেই বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন | এই অবস্থায় কৃষ্ণের স্ত্রী রূম্পা কুণ্ডু গত ১৯ অগস্ট গঙ্গাজলঘাঁটি থানায় চন্দনার বিরুদ্ধে মানসিক নির্যাতন, বধূ নির্যাতন ও হুমকি প্রদানের অভিযোগ দায়ের করেন | সেই অভিযোগের জেরেই তদন্তে নামে পুলিশ | তার জেরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চন্দনা| সেই মামলাতেই এদিন বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দেন, চন্দনার বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ|এমনকি বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়েও কোনও তদন্ত করতে পারবে না | কেননা এই ধরনের সম্পর্কে তদন্ত করার কোনও এক্তিয়ারই নেই পুলিশের। একই সঙ্গে তিনি চন্দনার বিরুদ্ধে চলা সব মামলায় ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন | এদিন শুক্রবার শুনানি চলাকালীন বিচারপতি কৌশিক চন্দ বলেন, বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ | বিবাহ বহির্ভূত সম্পর্কে পুলিশ কোনও তদন্ত করতে পারে না | তাই তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে | আপাতত তাঁকে গ্রেফতারও করা যাবে না | যদিও বিচারপতির এহেন মন্তব্য ও অন্তর্বর্তীকালীন রায় ঘিরে প্রশ্ন উঠে গিয়েছে আইনজীবী মহলে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *