দেবরীনা মণ্ডল সাহা :- ‘বিধানসভা নির্বাচনের জন্যই সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল | ভোট শেষ, তাই সংযুক্ত মোর্চাও শেষ | বর্তমানে সংযুক্ত মোর্চার প্রাসঙ্গিকতা ফুরিয়েছে |’ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার সেই প্রশ্নের উত্তর দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি | সংযুক্ত মোর্চার আর কোনও অস্তিত্ব আছে? এই প্রশ্নই উঠতে শুরু করেছিল ভোট পরবর্তী কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর থেকে |সেখানে সীতারাম ইয়েচুরি বলেছিলেন, এই মোর্চা সারাজীবনের জন্য নয় | নির্বাচনের নিরিখে তা তৈরি হয়েছিল |এবার আরও একধাপ এগিয়ে খেলে দিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি | আর শুক্রবার এই মন্তব্যের পর জোটের ভবিষ্যতে অন্ধকার নেমে এলো বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা | কিন্তু পরোক্ষ ভাবে সংযুক্ত মোর্চা নিয়ে এক পুরাতন প্রসঙ্গ তুলে ইয়েচুরি বলেছেন, ‘ইন্দিরা গান্ধীকে পরাজিত করতে জনতা পার্টি তৈরি হয়েছিল | তারপর সেটি আর প্রাসঙ্গিক ছিল না | এক্ষেত্রেও তাই হয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা|এখন মোর্চার প্রাসঙ্গিকতা ফুরিয়েছে |’ শুক্রবার পুরাতন প্রসঙ্গ তুলে সেই বার্তাই দিয়েছেন সীতারাম ইয়েচুরি | ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়ে কিছুদিন আগে থেকেই প্রদেশ কংগ্রেসের সঙ্গে একটা মন কষাকষি হয় সিপিএমের | কিন্তু জোটের মর্যাদা বজায় রেখেই কংগ্রেস প্রার্থী না দিতেই সিপিএম শ্রীজিব বিশ্বাসকে ভোটে দাঁড় করিয়েছে | যদিও জোটের খাতিরে কংগ্রেসকে ভবানীপুরে প্রচারে পাশে চেয়েছিল সিপিএম | কিন্তু দিল্লির শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই মুহূর্তে মমতা বিরোধীতায় যেতে নারাজ প্রদেশ কংগ্রেস | তাই জোটের ভবিষ্যৎ নিয়েও একটা প্রশ্ন চিহ্ন সৃষ্টি হয়েছে | যদিও এখনও সিপিএমের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে চায়নি |