নিজস্ব সংবাদদাতা :- ফের শহরে ভয়াবহ আগ্নিকান্ড। এবার ঘটনাস্থল কড়েয়া থানা এলাকার গুরুস্বদয় রোডের ঝুপড়ি। এলাকার বাসিন্দারা জানায় এদিন ভোর বেলায় আচমকাই কড়েয়ার গুরুস্বদয় রোডের ঝুপড়িতে আগুন লাগে, এমনকি আগুন ছড়িয়ে যায় একটি গ্যারেজেও৷
দশটিরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে, তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। বহু চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ তোবে ঠিক কি কারণে এই আগ্নিকান্ড তা জানা যায় নি। অন্যদিকে এলাকার বেশ কিছু বাসিন্দাদের দাবি হয়তো এর সাথে প্রমোটিং চক্র যুক্ত রয়েছে, তাই হয়তো আগুন লাগার ঘটনা ঘটল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে কড়েয়া থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal