Breaking News

সামনে ‘বড় সুযোগ’ এসেছে, তাই তৃণমূলে যোগ, তৃণমূলে যোগ দিয়ে জানালেন বাবুল সুপ্রিয়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শনিবার দুপুরে রীতিমত চমক দিয়ে নিজের ঘরে তারকা প্রার্থী নিল তৃণমূল | আসানসোলের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে | তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন-এর উপস্থিতিতে শনিবার তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়|

বাংলার হয়ে কাজ করার জন্য সামনে ‘বড় সুযোগ’ এসেছে| তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এমনটাই জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় | সঙ্গে তিনি বলেন, ‘মমতাদিদি ও অভিষেক যে দায়িত্ব আমায় দিচ্ছেন, তাতে আমি অত্যন্ত উত্তেজিত|’ সূত্রে জানা গিয়েছিল বেশ কয়েকবার বাবুলের কাছে তৃণমূলের তরফেই প্রস্তাব গিয়েছিল বিজেপি ছেড়ে জোড়াফুলে যোগদান করেননি | কিন্তু বাবুল প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়েছেন| বাবুলও প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি তৃণমূলে যোগ দেবেন না | এমনকি তিনি পরে রাজনীতিতে থেকে সন্ন্যাস নেওয়ার কথা বললেও এটাও জানিয়েছিলেন তিনি তৃণমূলে যোগ দেবেন না | অথচ এদিন কলকাতায় এসে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাবুল | কার্যত তাঁরা রাতারাতি এই অবস্থান পরিবর্তনে বড়সড় ধাক্কা খেয়ে গেল গেরুয়া শিবিরে | বিশেষ করে ভবানীপুর সহ রাজ্যের ৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে বাবুলের এই দলবদল বেশ ভালই ধাক্কা দিতে চলেছে বিজেপিকে | এমনকি সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বাবুল সুপ্রিয় বলে সূত্রের খবর | এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মমতা দিদির কাছে বাবুল সুপ্রিয় কিছু না | কিন্তু দিদি যে সিদ্ধান্ত নিয়েছেন, অভিষেক আমাকে বলেছেন তাতে আমি ভেবেচিন্তেই তৃণমূলে যোগ দিলাম | রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত বদল করার জন্য আমি গর্বিত | এর মধ্যে আর অন্য কোনও কারণ নেই, কোনও প্রতিহিংসা নেই |’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বাবুলের কেন্দ্রীয় নিরাপত্তা জেড থেকে ওয়াই ক্যাটেগরি করা হয়েছে| আর তার অব্যবহিত পরেই তৃণমূলে যোগ দিলেন বাবুল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *