নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মহানগর | শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ফুলবাগান এলাকায় | চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক বৃদ্ধার | এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা| চশমার খাপে সুইসাইড নোট শনিবার সকাল পৌনে সাতটা নাগাদ তার বাড়ির নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আভা দাস নামে বছর ৮৩-এর প্রাক্তন স্কুল শিক্ষিকাকে | পুলিশ সূত্রে খবর, তার হাতে এবং মুখে আঘাতের দাগ ছিল | ওই বৃদ্ধাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় | তদন্তে নেমে আভা দেবীর চশমার খাপ এর ভিতর থেকে দুটি সুইসাইড নোট উদ্ধার হয় | যা লিখে গিয়েছেন সূত্রের খবর, একটি সুইসাইড নোটে বাংলায় লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি কারও বোঝা হতে চাই না |” অন্য নোটে তাঁর ছেলে, মেয়ে এবং বোনের ডাক নাম উল্লেখ করে নিজের সম্পত্তির অধিকার প্রাপ্তির কথা লেখা ছিল বলে জানা গিয়েছে | পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার এক ছেলে অভিজিৎ দাস এবং এক মেয়ে অনুশ্রী দাস দুজনেই কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থাকেন| সন্তানরা বিদেশে থাকায় এই প্রাক্তন স্কুলশিক্ষিকা বাড়িতে একাই থাকতেন |পরিবার সূত্রে দাবি, আভা দাস বেশ কিছু মাস ধরে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন | কিন্তু বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও একাকীত্বের কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের | এছাড়াও কোনও কারণে ছেলে মেয়ের প্রতি তিনি মনঃক্ষুণ্ণ ছিলেন কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ | ইতিমধ্যেই তাঁর ছেলে ও মেয়েকে মায়ের মৃত্যুর খবর জানানো হয়েছে | মৃতদেহের ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ |