দেবাশীষ পাল, মালদহ :- নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে সম্বর্ধনা জানালো মালদহ জেলা বিজেপি নেতৃত্ব| সোমবার রাতে কলকাতা যাওয়ার পূর্বে মালদহ রেল স্টেশনে তাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অভ্যর্থনা জানাতে উপস্থিত হন মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল সহ জেলা নেতৃত্ব | উল্লেখ্য, এর আগে রাজ্য বিজেপি সভাপতির দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ তাকে সরিয়ে নবনিযুক্ত সভাপতি করা হলো বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদারকে| সোমবার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং চিঠির মাধ্যমে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার-কে নিযুক্তির কথা জানান |
উল্লেখ্য, বালুরঘাটের সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার আগে ডাঃ সুকান্ত মজুমদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তবে ছাত্র জীবন থেকেই আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ সুকান্ত মজুমদারের | ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বালুরঘাট শহরের খ্যাতনামা বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী প্রাক্তনী তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত মজুমদার-এর বালুরঘাটের বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা জেলার রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছিল | যার পরবর্তী সময়ে সুকান্ত মজুমদার লোকসভা নির্বাচনে জয়লাভ করে রাজনীতিতে কার্যত পাকাপাকি পা জমান | এরপর বিজেপির দলীয় সাংগঠনিক কর্মসূচি ও প্রচারে ক্রমাগত গুরুত্ব বাড়তে থাকে সুকান্ত মজুমদারের |