Breaking News

বাংলায় প্রথমবার ফুসফুস প্রতিস্থাপন! নজির কলকাতার,সুরাট থেকে এল অঙ্গ,পেলেন কলকাতার রোগী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে নজির গড়ে সফলভাবে রোগীর শরীরে ফুসফুস প্রতিস্থাপন করা হল সফলভাবে | কলকাতার মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে প্রায় ৬ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, অপারেশন সফল | তবে জটিল অপারেশনের পর আগামী ৭২ ঘণ্টা রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে| বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকারের নেতৃত্বে ফুসফুস প্রতিস্থাপনের ঘটনা নয়া ইতিহাস গড়ল বাংলার চিকিৎসা জগতে | ইতিহাসের প্রেক্ষাপট তৈরি হয়েছিল সোমবারই। মেডিকা হাসপাতাল সূত্রে খবর মিলেছিল, ১০৩ দিন ধরে সেখানে ভর্তি বছর ছেচল্লিশের এক রোগী | তাঁর ফুসফুস সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে | গত দু’মাস ধরে একমো সাপোর্টে রাখা হয়েছে তাঁকে | কিন্তু সেই একমো সাপোর্টও আর কাজ করছিল না। | আর সেই কারণেই পরিবারের সদস্যরা ফুসফুস প্রতিস্থাপনের কথা জানিয়েছিলেন চিকিৎসকদের | ফুসফুসের সন্ধান করছিলেন তাঁরা |শেষমেশ গুজরাটের সুরাটে এক রোগীর ব্রেনডেথের খবর পান তাঁরা| তাতেই আশার আলো দেখেন | সেই রোগী এবং হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তাঁর ফুসফুসই প্রতিস্থাপনের কথা বলে বৃদ্ধের পরিবার| সেইমতো দু’রাজ্যের চিকিৎসক মহল নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে সুরাট থেকে ফুসফুসটি কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করেন | দ্রুত তা কলকাতা বিমানবন্দরে নিয়ে আসার ব্যবস্থা করা হয় | প্রতিস্থাপনযোগ্য ফুসফুসটিকে কলকাতায় নিয়ে এসেছে ইন্ডিগোর একটি বিমান|সোমবার রাত ১০টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি | এরপরেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রিন করিডোর করে মুকুন্দপুরের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়| চিকিৎসকরা জানিয়েছেন, মানুষের শরীরে যে সমস্ত অঙ্গ প্রতিস্থাপন করা যায় ফুসফুস প্রতিস্থাপন তার মধ্যে সব থেকে জটিল এবং ঝুঁকিপূর্ণ | এই অস্ত্রপ্রচারটি করতে ৬-৮ ঘণ্টা সময় লাগে | সেই সঙ্গে যে ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে তিনি সম্প্রতি করোনামুক্ত হয়েছেন | সব মিলিয়ে এই অস্ত্রপ্রচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ | কিন্তু এই অস্ত্রোপচার সফল হলে ইতিহাস গড়বেন কলকাতার চিকিৎসকরা | ফলত রাজ্যে এই প্রথম এমন নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *