নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দুয়ারে রেশন নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্য সরকার | সিঙ্গল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও দুয়ারে রেশনের পক্ষেই রায় দিল | আর তাতেই মঙ্গলবার সমস্ত বাধা কেটে গেল |তবে রাজ্য সরকারের কাছে একটি হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট | সিঙ্গল বেঞ্চের রায়ে এদিন কোনও স্থগিতাদেশ না দিয়েই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ‘দুয়ারে রেশন’ প্রকল্প রাজ্যে চলবে | কোন আইনের ভিত্তিতে রাজ্য সরকার দুয়ারে সরকার প্রকল্প গ্রহণ করল? আদালতে হলফনামা জমা দিয়ে তথ্য জানাতে হবে রাজ্য সরকারকে | রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প দুয়ারে রেশন,যার পাইলট প্রজেক্ট শুরু হয়েছিল | কিন্তু রেশন ডিলাররা এই প্রকল্পের কমিশন-সহ নানা বিষয় নিয়ে সরাসরি প্রকল্প বাতিল করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন | সেখানে নানা অসুবিধার কথা তুলে ধরা হয়। যদিও তা মানতে নারাজ হাইকোর্ট | তাই প্রকল্পের পক্ষেই রায় দিলেন কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি | রেশন ডিলারদের দাবি ছিল, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রীয় রেশন বণ্টন আইনের পরিপন্থী | তাছাড়া এটা খরচ সাপেক্ষ | এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থ, কর্মচারীর প্রয়োজন তা বহু রেশন ডিলারদের কাছে নেই | এমনকী প্রকল্পের কোনও বিজ্ঞপ্তি জারি করাও হয়নি | বাড়ি বাড়ি রেশন দেওয়া নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা |এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, রাজ্য সরকার মহৎ উদ্দেশ্যে রাজ্যে মানুষের দুয়ারে খাবার পৌঁছে দিতে প্রকল্প চালু করেছে| এই প্রকল্পের মাধ্যমে কোনও আইন ভঙ্গ হয়েছে বলে আদালত মনে করছে না | এই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ডিলাররা। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেননি |